ভিনদেশীরা খেতো লুটে
মোদের সোনার দেশটা
আগা গোড়া খেয়েও ওদের
মিটতনা যে তেষ্টা

শেখ মুজিবর দিলেন সাহস-
হবে ওদের রুখতেঃ
শত্রু যতো করবো নিপাত
আর দেবোনা ঢুকতে!

শপথ নিলো বীর বাঙালী
দেশটা স্বাধীন করবো,
শত্রু যতো করবো বিনাশ
মরতে হলে মরবো!

যেমন কথা তেমনি কাজ
শুরু হলো যুদ্ধ;
রক্ত নদী পারি দিয়ে-ই
দেশটা হলো শুদ্ধ!

হানাদারের ভাঙ্গলো কপাল
সর্মপণে-শেষটা
উঠলো হেসে লাল-সবুজে
প্রিয় বাংলাদেশটা!

রচনাকালঃ ২০/০৩/১৯৯০
স্থানঃ বাউফল,পটুয়াখালী
৭ম শ্রেণী (অধ্যায়নরত সময়)
(বিঃদ্রঃ এই ছড়া কবিতাটি মাসিক ঝিলমিল ছড়া পত্রের মার্চ-২০২০ প্রথম বর্ষের তৃতীয় সংখ্যায় প্রকাশিত হয়েছে।)