যদি পৃথিবীটা হত;পূর্ণিমা রাতের জোছনার মত নির্মল
হাসি-খুশি
তবে সকল আধাঁর যেত মূছে; ধরার মাঝে নেমে আসত
রবি-শশী
যদি পৃথিবীটা হত; মায়ের মত-স্বার্থহীন ভালবাসার এক
উজ্জ্বল নির্দশন।
তবে পৃথিবীটা ভাসতো স্বর্গ সুখে; থাকতনা না পাওয়ার
কোন আন্দোলন।
যদি পৃথিবীটা হত-প্রিয়তমার সাথের প্রিয় মুহূর্তের মত
সুখে পরিপূর্ন
তবে মানুষের মাঝে থাকতো না ভেদাভেদ, থাকতো না মনে
কোন শূন্য।
যদি পৃথিবীটা হত মায়ের কোলের সদ্য ভূমিষ্ট শিশুর মত
অমলিন, নিষ্পাপ
তবে কোথাও বাজতো না যুদ্ধের ধামামা; ধরণী হতো অরো উর্বর
পাক-সাফ।

২০ জানুয়ারী-২০২০
রামপুরা.ঢাকা।