হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!
সৃষ্টিকূলের শ্রেষ্ঠ তুমি,
তুমি ধরণীর মূল
তুমি আসমান জমিনে
সবার প্রিয় ফুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!

সেদিন তোমার আগমনে
সকল সৃষ্টিকূল
ছিল আনন্দ উল্লাসে
ছিল খুশিতে মশগুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!

তুমিতো পরশমনি,
তুমিতো আলোরখনি
তোমার প্রস্থানে  
কেঁদে কেঁদে দুনিয়া ব্যাকুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!

তুমি দয়ার নবী
তুমি ধ্যানের ছবি
তুমি হাসর দিনে
মোদের করিও কবুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!

সৃষ্টিকূলের শ্রেষ্ঠ তুমি,
তুমি ধরণীর মূল
তুমি আসমান জমিনে
সবার প্রিয় ফুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!

৬ জুন, ২০২১
রামপুরা,ঢাকা।
01689143270