আমার আকাশে মেঘ জমেছে
বইছে ঝড়ো হাওয়া
জীবনটা মোর এলোমেলো
ভষ্ম চাওয়া-পাওয়া
আশা আমার গুঁড়ে বালি
স্বপ্ন খাঁচায় বন্দী
ভালবাসা উড়ে বেড়ায়
যায়না ধরা ছোঁয়া
প্রেম বাজারে ধস নেমেছে
কাঁদে প্রেমিক রাজা
বন্ধুর জন্য জমিয়ে রাখা
হইলনা গান গাওয়া
রচনাকালঃ ০১/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা