ইউসূফ জুলেখা রাধা কৃঞ্চ-এরা প্রেমের উজ্জ্বল দৃষ্ঠান্ত
নেই সেই খাঁটি প্রেম-এখন প্রেম মানে চশমার ফ্রেম
প্রেমে শক্তি প্রেমে মুক্তি-প্রেম মানেনা কোন যুক্তি
প্রেমের এই মহান উক্তি’র আজকাল বড়ই আকাল
বিশ্ব জুড়ে চলছে নাকি এখন প্রেমের মহাকাল!
ফেসবুক নেট ফোন-তরুণদের করেছে আলিঙ্গন
ধুম ধারাক্কা বেচাকেনা চলছে প্রেমের মার্কেটে
রঙ্গীন কাঁচের চশমাওয়ালী পড়ছে সবার টার্গেটে
প্রেম-প্রীতির বেড়াজালে দুনিয়াটা টালমাটাল
বিশ্ব জুড়ে চলছে নাকি এখন প্রেমের মহাকাল!
ছয় মিনিটে প্রেম পাকা-নয় মিনিটে খায় ছ্যাকা
প্রেমের এই গ্যারাকলে-প্রেমিক বন্দী দলেদলে
প্রেমের এই নোংরা জলে-টানছে সবাই ছলেবলে
যুগের সাথে তাল মিলিয়ে ফেলছে প্রেমের জাল
বিশ্ব জুড়ে চলছে নাকি এখন প্রেমের মহাকাল!
মাই ডার্লিং লাভ ইউ- চাইলে নিতে পার ইন্টারভিউ
তুমিই আমার প্রথম এবং শেষ প্রেম মাই সুইট
তোমাকে না পেলে আমি বাঁচবনা; করব সুইসাইড
আজকাল চলছে প্রেমের রমরমা এই কমন রিয়ারচাল
বিশ্ব জুড়ে চলছে নাকি এখন প্রেমের মহাকাল!
অর্ধনগ্ন ছেঁড়াফাটা প্যান্ট পড়া-রঙীন কেশে ভাব ধরা
পার্লারের বৈচিত্র সাজে-ইংলিশ মার্কা শরীরের ভাজে
কপি হাউজ, ক্যাম্পাস চাইনিজে-গার্ডেন সী-বীচে
খেলোয়ারের বেসে উল্লাসে মুখরিত সকাল-বিকাল
বিশ্ব জুড়ে চলছে নাকি এখন প্রেমের মহাকাল!
ধর্ম কর্ম বর্ণ জাত এসব নাকি এখন ফালতু প্রবাদ
একদিনের বৈরাগী বাসর গড়ে খুঁজে প্রেমের স্বাদ
এরাই নাকি যুগের লাইলী-মজনু-শিরি-ফরহাদ
করেনা যাচাই-বাছাই প্রেম ভেজাল না নির্ভেজাল
বিশ্ব জুড়ে চলছে নাকি এখন প্রেমের মহাকাল!
১ সেপ্টেম্বর, ২০১৩
রমনা পার্ক,ঢাকা ।