আমি সত্যি করে বলছি
তোমার প্রেমের আগুনে জ্বলছি
তোমার নামে তাই
একটা প্রেমের একাউন্ট খুলছি

আমি তোমার প্রেমে পড়ছি
নাকি ইচ্ছে করেই মরছি
ও বেবি ফুলকি
বল বলছি আমি ভুল কি?

তোমার প্রেমের আগুনে পুড়ে
হইলাম আমি ছাই
তোমার বুকে আমায় একটু
দিলে নারে ঠাঁই।
মিছামিছি প্রেমের হাওয়ায় দুলছি
তোমার নামে তাই
একটা প্রেমের একাউন্ট খুলছি

তোমার ভালবাসা মিছে আশা
খুব আমি শিখছি
তোমার কারণে আজ
প্রেমের উপন্যাস লিখছি

ও বেবি এবার আমি বুঝে গেছি
কপাল আমার পোড়া
হায়! তোমার আমার ভালবাসা
হইবে নারে জোড়া
তাই শশ্মান ঘাটে আমি চলছি
তোমার নামে তাই
একটা প্রেমের একাউন্ট খুলছি

৬ ফেব্রুয়ারী-২০২৫
রামপুরা,ঢাকা।