ভাল যদি বাস আমায়
নেমে আসো গাছ তলায়
সাত তলাতে হয়না... রে প্রেম
প্রেম হবে বাঁশ তলায়।
প্রেমেতে না থাকলে কাঁটা
কি করে লাগিবে আঁটা
যখন তখন আসবে ভাটা
পালিয়ে প্রেম দিবে হাঁটা
প্রেমের সিঁড়ি বাইতে হবে
অমাবশ্যা পূর্ণিমায়।
সাত তলাতে হয়না... রে প্রেম
প্রেম হবে বাঁশ তলায়
প্রেম নয়তো ছেলে খেলা
যখন তখন বসাইলা মেলা
প্রেম- সাগরে ভাসমান ভেলা
ডুবিলে আর যাবেনা তোলা
সোনার চামচ ফেলে দিয়ে
চলে আসো মোহনায়
সাত তলাতে হয়না... রে প্রেম
প্রেম হবে বাঁশ তলায়।
ভাল যদি বাস আমায়
নেমে আসো গাছ তলায়
সাত তলাতে হয়না... রে প্রেম
প্রেম হবে বাঁশ তলায়।
রচনাকালঃ 24/9/2022
স্থানঃ রামপুরা,ঢাকা।