ওগো সজনী
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
কেমন করে কাটে তোমার রজনী।
তুমি বিহীন
কত রজনী করেছি ভোর
আমার কাটে না প্রহর
দিন যায়,মাস যায়,যায় বছর
দু’চোখে নেই কোন ঘোর
এইতো আমার জীবনী
ওগো সজনী
কেমন করে কাটে তোমার রজনী।
তুমি নেই,কিছু নেই
সবকিছু মরুভূমি
যেদিকে তাকাই-কিছু নাই
শুধু তুমি-শুধু তুমিি
এইতো জীবন-এইতো মরণ
এইতো আমার প্রেম কাহিনী
ওগো সজনী
কেমন করে কাটে তোমার রজনী।
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০