চলতে চলতে পথের এপাশ-ওপাশ চষে
                                করেছি ক্ষয়
কূল কিনারাহীন পথে পথে আটকে আছে
                                অজানা ভয়
যেভাবে আছি আমরা এতো আসলে
                                জীবন নয়
এ জীবন দিয়ে কি করে একটি পৃথিবী
                                করবো জয়!
তবুও থেমে নেই গতি বিরামহীন চলছে
অতিক্রম করে একের পর এক অধ্যায়।

রচনাকালঃ ১৭/১১/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।