আমার সীমানা পেরিয়ে
তোমার সীমানায়
আমি ছিলাম তোমার মেহমান
দিবানিশি পাশাপাশি
যাওয়া আসি
পেয়েছি কি বল?
দিয়েছো যাই-পেয়েছি তাই
শুধু শুধু উপহাস!

তোমার সীমানা পেরিয়ে
আমার সীমানায়
যদি আসো কভু, সেদিন
তুমি হবে আমার মেহমান
রাখব বুকে থাকবে সুখে
প্রতিদান দিবো তোমায়
ভাবোনি যাই-দিবো যে তাই
আমার সীমানার তুমি করিও রাজ!

রচনাকালঃ ২২/০৬/২০২০
স্থানঃরামপুরা,ঢাকা।