জানি এক জীবনে পুরা আমার
হবে না সবকিছু
তাইতো সবকিছু ছাড়িয়া আমি
হাঁটছি দ্বীনের পিছু

আমি দ্বীনের পথে এসে দেখি
কিছুর অভাব নাই
সব কিছুর মাঝে আমি শুধু
শান্তি খুঁজে পাই

মিনার হতে আসে যখনই
আযানের-ই-ধ্বনি
আমার বুকে এসে বিধে যেন
স্বয়ং আল্লাহর বাণী

নামাজ রোজা হজ যাকাত
ইসলামের এই বেনা
সঠিক সময় করলে পালন
স্রষ্ঠাকে যায় চেনা

ফরজ সালাত পড়তে যখন
মসজিদে যাই
সেথায় দেখি মানুষে মানুষে
ভেদাভেদ নাই

নতুন জীবন পেয়ে ভাইরে
আজ আমি ধন্য
আছি এখন অনেক ভালো
জীবন পরিপূর্ন।

18 এপ্রিল-2024
রামপুরা,ঢাকা।
01689143270