এক নিমিষেই বদলে যাবে
কেন জীবনে আসলে তবে
একবারও ভাবলে নাতো
কি যন্ত্রনা আমার হবে

যখন তুমি আমার ছিলে
সকাল সন্ধ্যা দু’জন মিলে
প্রেমানন্দে ঘুরতাম কত
রমনা আর হাতিরঝিঁলে।

সবকিছু আজ ভুলে গেলে
আমায় ভুলে কি স্বাদ পেলে
একবারও বললে নাতো
কি দোষে যাচ্ছো চলে ।

পোড়ামন আর পুড়বি কত
জ্বলছি আমি অবিরত
জ্বেলে পুড়ে মারিস যত
মনতো আমার হয় না নত।

যতগুলি আছে ক্ষত
তোরি নাম যপে শত
পালিয়ে বেড়াও যত
খুঁজে নিবো গোপন পথও।

১৩ জুন-২০২৪
রামপুরা,ঢাকা।