চক্ষু ,কর্ণ,নাসিকা, জিহ্বা ও ত্বক পঞ্চ ইন্দ্রিয়ের নাম
মানব গঠন এবং সৌন্দর্য বর্ধনে এদের গুরুত্ব অসীম।
ঘুষ দূর্ণীতি মাদক ভেজাল ও সন্ত্রাস সমাজের আরেক
দল পঞ্চ ইন্দ্রি।এরা সামাজিক ব্যাধিরুপে সমাজের রঞ্জে রঞ্জে
ঢুকে পড়েছে।এরা খুবই ভয়ানক,ভয়ঙ্কর।
এদের হস্তগুলো দূর্গা দেবীর মত দশ দিগন্তে বিস্তৃত।
পঞ্চ ইন্দ্রিয়রা সমাজে রাজত্ব করছে,এরা খুবই সক্রিয়,সবল
মানব সৃষ্ট এ ইন্দ্রিয়গুলো মানুষকেই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে,
দানব মার্কা এ ইন্দ্রিয়গুলোর প্রভাবে সাধারণ মানুষগুলো
কোনঠাসা হয়ে ঘরের কোনে হাঁটু ঘেরে বসে আছে।
রচনাকালঃ০১/০৮/২০১৮
স্থানঃরামপুরা,ঢাকা।