তোমাকে দেখার বড় স্বাদ ছিল
মেঘের আড়াল থেকে সূর্যের মত এক পলক
উকি দিলেও হয়ত পূর্নতায় ভরে ওঠত খাঁ খাঁ করা আবেগী মনটা।
কিন্তু তা হল কই।
বেশি টাকা হলে বুঝি সূর্য সন্তানরা মাতৃভূমি পায়ে ঠেলে দেয়রে
এমন ভাবনা আমার কেন হল জানো; কারন,
দীর্ঘদিন ধরে বুকে আমি একজন পল্লব আশফাককে পুষছিলাম,
১৫ ফেব্রুয়ারী কবি সন্মেলনে দেখা হবে সুফিয়া কামাল অডিটিরিয়মে।
কিন্তু দেখা হলনা, একে আমি ভাগ্যের নির্মম পরিহাস বলবনা,
কারন যার অডিও বার্তার সূত্র ধরে কবি সন্মেলনের মত
এত বড় অনুষ্ঠান সফল হয়,যার অঙ্গুলির ইশারায় সুদূর আমেরিকা থেকে
কবিদের প্রিয় সংগঠণ প্রাণবন্ত হয় বাংলায়
তার ইচ্ছার কাছে আমার ইচ্ছাগুলো পুড়ুক চিতায়, তার ইচ্ছার হোক চির জয়।
রচনাকালঃ১৬/০২/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।