পিতার স্বপ্নের মূলমন্ত্র ছিল
মুক্তির শ্লোগান
আজ তিনি নেই স্বপ্ন আছে
এখনও বহমান।
স্বপ্ন পূরণে ময়সী এক কন্যা
রাখল মহান অবদান
উল্লাসে জনতা যেন ছুঁইছে
জমিন থেকে আসমান।
পদ্মা মেঘনা যমুনা উড়াল সেতু
স্বপ্নের মেট্রো-রেল
অর্থনীতির আরেক রঙ্গীন স্বপ্ন
বঙ্গ-বন্ধু টানেল।
উন্নায়ন অগ্রগতির বর্নিল ছোঁয়ায়
ভাসছে জনগণ
অবশেষে ফিরে পেল জনতা
স্বপ্নের মাহেন্দ্রক্ষণ।
পিতার শেষ স্বপ্ন-
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ
স্বপ্নে স্বপ্নে
এগিয়ে যাক তোমার আমার দেশ।
৩০ ডিসেম্বর-২০২২
গোপালগঞ্জ, বাগেরহাট।