তুমি আমার-
হাসনাহেনা কেয়া গন্ধরাজ
রক্তজবা আর জুঁই
তুমি আমার-
ডালিয়া বেলী শেফালী
সূর্যমুখী আর পুঁই
তুমি আমার-
ড্যাফোডিল মালতী গোলাপ
রজনীগন্ধ্যা আর শিউলী
তুমি আমার-
দোলনচাপা কদম টগর
কৃঞ্চচূড়া আর চামেলী
তুমি আমার-
কাশফুল শাপলা ঝিঙ্গে
পদ্ম আর শিমুল
তুমি আমার-
কামিনী করবী মল্লিকা
পলাশ আর বকুল।
রচনাকালঃ ০১/০১/২০০১
স্থানঃ সাভার,ঢাকা।