একজন পতিতাকে যখন পুরুষের খুব প্রয়োজন
তখন পতিতার শরীর থেকে আতরের সু-গন্ধি বের হয়
পুরুষের প্রয়োজন ফুরিয়ে গেলে সেই পতিতার
শরীর থেকে ডাস্টবিনের ময়লার দুর্গন্ধ আসে।
পুরুষের প্রয়োজনের সময় পতিতা হয় রানী রাজকুমারী
প্রয়োজন শেষে পতিতা হয় হয়ে যায় বেশ্যা নর্তুকী
এ কেমন নিয়ম কেমন মানষিকতা বা কেমন সমাজ?
পতিতা মানে তো ভিন গ্রহের কোন প্রাণী নয়
এরা আপনার আমার মাতা ভগ্নি স্ত্রী কন্যা বা স্বজন
পুরুষের সংস্পর্শ ছাড়া কোন নারী পতিতা হয়না
কেন এরা পতিতা এটা উদঘাটন করতে হবে
আপনাকে আমাকে এবং কথিত এ সভ্য সমাজকে
তবেই পতিতার শরীরের দুর্গন্ধ কিছুটা হলেও লাঘব হবে।


রচনাকালঃ ৩১/১২/২০১৯
স্থানঃ রামপুরা,ঢাকা।