আমিতো চেয়েছিলাম
পাথরে ফুটাব ফুল
কি এমন ছিল ভুল
নিমিষেই হারালাম এ কূল ও কূল
তুমিতো খুব করে বলতে
যতন করে
আমায় বেঁধে দিতে
তোমার মাথার চুল
কি এমন ছিল ভুল
নিমিষেই হারালাম এ কূল ও কূল
তুমি না আমায় বলেছিলে
যুগল হাতে
আমায় পরিয়ে দিতে
তোমার কানে দুল
কি এমন ছিল ভুল
নিমিষেই হারালাম এ কূল ও কূল
মাত্র দু’দিনের ব্যবধানে
কি হল এমন
প্রিয় থেকে আজ আমি
হলাম নকুল
কি এমন ছিল ভুল
নিমিষেই হারালাম এ কূল ও কূল
রচনাকালঃ ১৭/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।