খুব কাছ থেকে আমি বারবার অভাবকে দেখেছি,
অভাবের ধরণ অভাবের রং কিছুই অজানা নয়
অভাব এবং আমি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ
হতাসার ঘোর কাটতে নাকাটতেই দ্বারে হাজির
সে আর কেহ নয় চির চেনা সেই অভাব।
শত অভাবেও আমি স্বভাব সংবরণ করেছি
অভাব আমাকে এক বিন্দু টলাতে পারেনি, কিন্তু
আমি বারবার পারিপার্শ্বিকতার কাছে হেরেছি
পারিপার্শ্বিকতার দহনে কয়লার মত দগ্ধ হয়ে গেছি
পারিপার্শ্বিকতার শাসনে আমি শাষিত ও শোষিত
আমাকে আমার মত তোমরা থাকতে দাও
নয়ত আমি হয়ে যাব নিষ্প্রাণ পাথরের মূর্তি!

রচনাকালঃ০১/০৬/২০১৮
স্থানঃ রামপুরা,ঢাকা।