যে ব্যাথায় ব্যথিত তুমি
যে আগুনে দগ্ধ
সে ব্যাথায় ব্যথিত আমি
আমিও পুড়ে স্তব্ধ
দু’জন একই অভিযোগে
সমান অভিযুক্ত
তোমার প্রস্থানে ছিল না
আমার সম্পৃক্ত
তোমার কাছে প্রেম, ভালবাসা
নিলামের দরপত্র
আমার কাছে আধ্যাত্মিক এক
স্বর্গীয় পানপাত্র।
রচনাকালঃ ১৭/৯/২০২৩
স্থানঃ রামপুনা,ঢাকা।