১৯/৩/২০২০ তারিখ শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ন আলোচনার পাতায় বঙ্গ-বন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পি ডি এফ বইয়ের জন্য কবিতা আহবান করেছিলেন।আমরা অনেকেই কবিতা দিয়েছি। তুলনামূলকভাবে আমার কবিতা যদিও মানসম্পূর্ন নয়।তবুও বইটি প্রকাশিত হলে অন্যদের লেখা দেখে কিছু শিখতে পারতাম। কিন্তু কবে নাগাত বইটি প্রকাশিত হবে জানিনা। ইতি পূর্বে বইটি প্রকাশিত হয়েছে কিনা তাও জানিনা। এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানালে কৃতজ্ঞ থাকিব।
আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে কোন আয়োজন করার চিন্তাভাবনা আছে কিনা আগাম জানলে প্রস্ততি নিতে সুবিধে হত কবিদের। সব মিলিয়ে কোন সু-সংবাদের জন্য অপেক্ষা করছি।
ধন্যবাদান্তে-
সাইদ খোকন নাজিরী