অপচয় ও অপব্যয় মানবতার ক্ষয়
এবারের সংগ্রাম অপচয়ের বিরুদ্ধে সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের অপব্যয়ের বিরুদ্ধে সংগ্রাম
জয়! বিবেগের জয়! জয়! মানবতার জয়!

অপচয়কারী শয়তানের ভাই
অপব্যয়কারীর সমাজে হবে না ঠাঁই

এবার চলবে-
অপচয় ও অপব্যয়ের বিরুদ্ধে অবরোধ
যেখানে অপচয় অপব্যয় সেখানেই প্রতিরোধ
সবাই মিলে জাগ্রত করি নিজ নিজ বিবেগবোধ

২৩ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা।