সবকটা দিন তোমাকে দিলাম
শুধু একটি দিন চেয়ে নিলাম
আজকের এই দিনে
আমরা সবাই মিলে
নতুন পৃথিবীর শপথ নিলাম
আগামী দিনগুলি হবে এমন
মায়ের কোলে যেমন ছিলাম
শুধু একটি দিন চেয়ে নিলাম
যা কিছু পেয়েছি তাতেই খুশি
সুস্থ সবল দেহে বেঁচে আছি
তাইতো বিধিকে জানাই সালাম
চাইনা সে দিনগুলি
অতীতে যা কিছু হারালাম
শুধু একটি দিন চেয়ে নিলাম
সাদা কে সাদা বলা
সঠিক পথে জীবন চলা
আমরা যেন ভুলেই গেলাম
আজকের এই দিনে
আমরা সবাই মিলে
নতুন জীবনের শপথ নিলাম।
সবকটা দিন তোমাকে দিলাম
শুধু একটি দিন চেয়ে নিলাম
রচনাকালঃ 01/01/2024
ন্থানঃ রামপুরা,ঢাকা-1219