আমার নিঃশ্বাসে আগুন জ্বলে
বিশ্বাস পুড়ে ছাঁই
বুকে জ্বলে চিতার আগুন
কি করে বুঝাই
তার হৃদয়ে হলো না মোর ঠাঁই।
আমার চোখের জলে পাথর গলে
প্রেমের সুধা পান করিতে
আমি সেই জলে সাঁতরাই
কি করে বুঝাই
তার হৃদয়ে হলো না মোর ঠাঁই
আমার স্বপ্ন এখন হাওয়ায় দোলে
গলার মালা অন্যের গলে
প্রদীপ জ্বেলে তাঁরে খুঁজে বেড়াই
কি করে বুঝাই
তার হৃদয়ে হলো না মোর ঠাঁই
৩১ আগষ্ট-২০২০
রামপুরা, ঢাকা