আমি এক মানব দারোয়ান
হাত, পা, নাক, মুখ, ত্বক, জিহ্বা,কান
যা কিছু আমার; হে মহীয়ান!
সকলি তোমার দান!

জীবন-মরণ তোমার লীলা খেলা
আমি শুধু তোমার গোলাম
শ্বাস-নিঃশ্বাস যা কিছু আমার
তোমার থেকেই পেলাম।

এ জীবনে সুখ-দুঃখ, ভাল-মন্দ
যা কিছু ঘটছে অবিরাম
সব কিছু তোমার-ই- কৃপা, প্রভু
তোমাকে জানাই প্রণাম!

দয়াল আমার বলতে নাইরে কিছু
আমি ক্ষুদ্র এক ইনসান
তোমার কুদরাত নিয়ে গাহি আমি
সদা তোমার জয়োগান।

১ জানুয়ারী-২০০৭
রামপুরা,ঢাকা