তুমি অভয় দিলে
প্রেমের জালে
জনম জনম
রাখবো তোমায়
বুকের খাঁচায় তুলে।
তোমার সানিধ্য পেলে
দু’জন মিলে
ভাসবো মোরা
প্রেম সাগরের অথৈ জলে।
প্রজাপতি ডানা মেলে
হাওয়ায় দুলে
ঘুরবো দু’জন মিলে
রঙ্গীন ফুলে ফুলে।
তোমার সন্মতি পেলে
দু’জন মিলে
মন খুলে
বলবো কথা বটের মূলে।
এসো দু’জন মিলে
প্রেম মহলে
ঘর বাঁধি
নির্জন ঐ নীলাচলে।
৬ জুন-২০২৪
রামপুরা,ঢাকা।