নিরপদ সড়ক চাই
ছাত্র আন্দোলন এখন তুঙ্গে
কালো বিড়ালের দলগুলো এখন-
ইদুঁরের গর্তে মাথা গুজে ঝিমাচ্ছে
অনিয়মের শিকড় উপড়ে ফেলে
নিয়মের বীজ বপন করা প্রয়োজন
অনিয়মের সংস্কৃতি থেকে জাতি নিষ্কৃতি চায়
নিয়মের সংস্কৃতিতে ফেরা জাতির জন্য
এখনই বোধহয় মূখ্য সময়।
জনতা চায়-
সড়কে ফিরে আসুক শান্তির নির্মল বাতাস
সড়কে ভ্রমন হোক নিরাপদ,আনন্দদায়ক।
রচনাকালঃ ০৩/০৮/২০১৮
স্থানঃ রামপুরা,ঢাকা ।