হায়! ভাঙ্গা-গড়ার এই দুনিয়ায়
কত জীবন কাটে ধুলায়
কেউবা আকাশচুম্বী অট্রালিকায়
কত জীবন ভাসে ভেলায়
জগৎ জুড়ে জাতি ধর্ম বর্ণ ভেদে
কত মানুষ করে বাস
কেউবা জ্ঞাণ বুদ্ধিতে মানুষ বটে
কারো ভাগ্যে উপহাস
হায়! নিয়তির এই আজব খেলায়
বন্দী সকল সৃষ্টিকূল
তাঁর হুকুম ছাড়া আসমান জমিনে
নড়েনা একটিও চুল ।
রচনাকালঃ ৬/৯/২০২২
স্থানঃ রামপুরা,ঢাকা।
[এই প্রথম কোন প্লাটফর্মে একসাথে ২০০ টি কবিতা পোষ্ট করলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলা কবিতা ডট কম এর কাছে। ]