সত্য মিথ্যার দোলাচালে সত্যরা নিরুদ্দেশ
মিথ্যারা গিলে গিলে খাচ্ছে গোটা দেশ
নীতির কারখানার প্রোডাক্ট এখন দুর্নীতি
যা দিয়ে চলছে সমাজ রাষ্ঠ্র অর্থনীতি
বিশৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ সব মানুষ
শৃঙ্খলারা পালাতে গিয়ে দম হারিয়ে বেহুঁশ
অন্যায়ের ধাপটে নীতিরা সিজদায় অবনত
নীতির পাল্লা অন্যায়ের ভয়ে কাপঁছে অবিরত
সু-শিক্ষার মেরুদন্ড লজ্জা ঘৃর্ণায় নতজানু
কু-শিক্ষার প্রভাবে অলস পড়ে আছে সু-শিক্ষার তনু
ভেজালের দৌরাত্ন্যে আসলরা সাতঁরায় গঙ্গার জলে
আসল অস্তমিত নকলেরা জ্বলজ্বল করে জ্বলে
আবেগের তাড়নায় বিবেক এখনহাবু-ডুবু খায়
নিয়মেরা অনিয়মের ফ্রেমে বন্দীদশায় কাতরায়
রচনাকালঃ ২০/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।