হেমন্তের পড়ন্ত বিকেল মেঘ মুক্ত আকাশ
নীলিমার নীলাভ রঙ্গে রঙ্গীন ছিল
সেদিনের সেই মুহূর্তটা।
ছিল রোমাঞ্চ!ছিল বিরহ!ছিল আবেগও!
হঠাৎ একটি সিডর ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল
সেদিনের ভয়ংকর এ সিডরের তান্ডবে
দু’জন দুই মেরুতে। কিছু নেই অবশিষ্ঠ।
গল্প এখানেই শেষ!
তবুও স্মৃতিটুকু নিয়ে দুই যুগ পরেও আছি বেশ!
রচনাকালঃ ২৭/০১/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।