একজন নারীর কাছে একজন পুরুষ জীবনের অবলম্বন
পুরুষকে আকঁড়ে ধরেই নারী সারাজীবন বাঁচতে চায়
অথচ একজন পুরুষ নারীকে দাসত্বের শৃঙ্খলে বরাবরই
নিজের কব্জায় আবদ্ধ করে রাখতে চায়।নারী পুরুষের
এ বৈষম্যই দু’জনার মানষিক ও মৌলিক পার্থক্য এবং
উন্নয়ন ও অগ্রগতির পথে-সামাজিক অবক্ষয় ও অন্তরায়।


রচনাকালঃ ১৩/০৪/২০১৯
স্থানঃ রামপুরা,ঢাকা।