তুমি সুন্দর স্বচ্ছ সুদর্শন সুপ্রিয় বন্নি
তুমি পরিছন্ন উজ্জল উচ্ছাস মধু মুন্নি

তুমি নয়নাভিরাম নন্দিত মার্জিত লৌখিণ
তুমি মনোরম  লজ্জাশৈলী সুশ্রী স্বপ্নীল সেীখিন  

তুমি রুপবান রুপবতী রুপসী নন্দিনী
তুমি অপূর্ব সুনয়না সুকেশী সুদন্তী হরিণী

তুমি অন্যানা অপ্সরা অপরুপা শশীঁনী
তুমি প্রি়য়দর্শনী প্রেমপূর্ণ আলোক বর্ষণী

তুমি শান্তিপ্রিয় শান্ত মানবী শৈলী পরীনী
তুমি শুভাষিনী স্বর্গীয় শরীরী সুন্মিতা হুরীনী

২০ অক্টোবর-২০১৯
রামপুরা,ঢাকা।