সৃষ্টি কূলের শ্রেষ্ঠ মানব
তার উপরে নারী
নারীর কারনে আলোকিত
সারা দুনিয়াদারী।
স্রষ্ঠার অনন্য সৃষ্টি নারী
নারী ধরণীর মূল
এই পৃথিবীর শোভা নারী
নারী জান্নাতের ফুল।
নারী মাতা নারী ভগ্নী
নারী সহধর্মিনী
ধন্য ধন্য নারী জনম
হলে গর্ভধারিনী।
সব সন্তানের জননী নারী
পুরুষের অর্ধাঙ্গনী
পুরুষ মানুষ জনক হয়
থাকলে নারী সঙ্গিনী।
শান্তির মহাদেবী নারী
নারী স্বর্গের হুরী
পুরুষ নামক মানুষ জাতি
সবাই নারীর পূঁজারী।
সংসারের লক্ষ্মী নারী
নারী রাজ্যের রাণী
নিজ গুণে হবে নারী
বেহেস্তের সর্দারিনী।
৩০ জুলাই-২০১৮
রামপুরা,ঢাকা।