নগ্নতায় আলিঙ্গন করেছে গোটা সমাজ ব্যবস্থা
স্কুল কলেজ শপিংমল বিনোদন পার্ক সিনেমায়
হু-হু করে বাড়ছে নগ্নতার প্রতিযোগীতা
সভ্যতার আড়ালে চারদিকে চলছে অশ্লীলতা
প্রতিবাদ প্রতিরোধ করার কেউ নেই সমাজে।

সমাজপতি বনে যাওয়ার নামে যারা-
ঘার উচিয়ে লম্বালম্বা বুলি দিয়ে সমাজ নিয়ন্ত্রন করছে
বিনোদনের নামে যারা-
নিজের যুবতী কন্যা সন্তানকে নগ্ন শরীরে ঘরের বাহিরে ছাড়ছে
সে সকল মুক্ত চিন্তার বুদ্ধিজীবিরাই অশ্লীলতা বেহায়াপনার জন্মদাতা।

অশ্লীলতা বেহায়াপনা এবং নগ্ন চিন্তার বুদ্ধিজীবিরাই
অশ্লীলতার মাঝে হাঁটু গেড়ে বসে আছে,ফলে-
অশ্লীলতা ভাইরাসের মত ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।


রচনাকালঃ ২৪/০৩/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।