আমি ইসলাম!আমি শান্তি!!মহাশান্তি!!!
আমি দূর করি সকল যন্তনা,দূর্ভোগ, ক্লান্তি
           মূছে ফেলে ভ্রান্তি,দূর করো ক্লান্তি
           নেই কোন দ্বদ্ধ,আছে শুধু ছন্দ
ফিরে এসো-
           ইসলামের শীতল ছায়া তলে
           ইসলামে আছে অলৌখিক শক্তি
           হবে কল্যান!পাবে চির মুক্তি!!

আমি ইসলাম!আমি স্বস্তি!!মহাপ্রশান্তি!!!
ইসলাম মানে শক্তি,ইসলাম মানে মুক্তি  
            ইসলাম দেয় মুক্তির গ্রান্টি
            হেফাজত রাখে মোমিনের প্রাণটি
ফিরে এসো-
            ইসলামের শীতল ছায়া তলে
            ইসলামে আছে অলৌখিক শক্তি
            হবে কল্যান!পাবে চির মুক্তি!!  

আমি ইসলাম!আমি কল্যাণ!!মহাকল্যাণ!!!
কুরআন মানব জাতির একমাত্র সংবিধান
           মনে আছে যত দ্বিধা দ্বন্ধ
           মন থেকে করো সবি বন্ধ
ফিরে এসো-
            ইসলামের শীতল ছায়া তলে
            ইসলামে আছে অলৌখিক শক্তি
            হবে কল্যান!পাবে চির মুক্তি!!  

আমি ইসলাম!আমি জান্নাত!!শ্বাশত জান্নাত!!!
বন্ধ কর মৌলবাদ,মানব রচিত সকল মতবাদ
            একমাত্র মুহাম্মাদ (সাঃ) বন্ধু
            তাঁর আদর্শে আছে মহাসিন্ধু
ফিরে এসো-
            ইসলামের শীতল ছায়া তলে
            ইসলামে আছে অলৌখিক শক্তি
            হবে কল্যান!পাবে চির মুক্তি!!  

২০ জানুয়ারী-২০০২
বাউফল,পটুয়াখালী।