সৃষ্টিকূলের শ্রেষ্ঠ তুমি, ধরণীর মূল
তুমি ত্রিভূবনে সবার প্রিয় ফুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!
তোমার শুভাগমনে সকল সৃষ্টিকূল
আনন্দ উল্লাসে খুশিতে মশগুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!
তুমিতো পরশমনি, আলোরখনি
তুমি নেই কেঁদে কেঁদে দুনিয়া ব্যাকুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!
রোজ হাসরে পার করিও, পাই যেন কূল
সেদিন তুমি মোরে করিও কবুল
হে প্রিয় নবী! আমার প্রিয় রাসূল!!
রচনাকালঃ ০৬/০৬/২০২১
স্থানঃরামপুরা, ঢাকা।