বাঁচবো না জানি চিরদিন
তবুও আমাদের
বাঁচার আকুতি সীমাহীন!
মৃত্যু ভয়ে মানুষ কত মলিন!
মানুষ জানে-
বাঁচা-মরার খেলা চির বহমান
এ রীতি স্রষ্ঠার অমোঘ বিধান
তবুও মানুষ-
মৃত্যুতে কত অস্থির! কত পেরেশান!
জানি-স্বয়ং স্রষ্ঠা
তোমার আমার প্রাণহীন দেহে
জীবন করল দান
যখন খুশি তিনি তুলে নিবেন
আমাদের দেহ থেকে প্রাণ
নিয়তির বাঁচা-মরার চিরন্তন খেলা
চলছে-চলবে চিরকাল
হায়! তবুও মানুষ কেন বাঁচার জন্য
পাতে মরণরোধী জাল?
৫ ডিসেম্বর-২০২২
রামপুরা, ঢাকা।