মরণ আমায় ডাক দিয়েছে
চলে যাব ভাই
কেউ ডেকোনা পিছু আমায়
হাতে সময় নাই
আমার শিয়রে রয়েছে দাঁড়া
মালেকুল মউয়াত
খতম হবে আজ হিসাব নিকাশ
খতম হবে হায়াত
আকাশ ছোঁয়া লাল নীল স্বপ্নগুলো
মিটিমিটি হাসে
আজ ধন জন প্রাণের প্রিয়জন
কেউ রইলনা পাশে
ক্ষণস্থায়ী দুনিয়ার মহব্বতে পরে
পরকাল গেলাম ভুলে
পাহাড় সমান পাপের বোজা
আছে ঘারে ঝুলে
আমার চোখ খুলেছে বিদায় কালে
আগে বুঝি নাই
নিজের ভুলের মাসুল গুণতে হবে
পরকালে তাই
শোন বলি আমার মত ভুল করোনা
তোমরা কেউ ভাই
দোহাই সময়ের কাজ সময় করো
টা টা বাই বাই।
রচনাকালঃ ১৪/০৮/২০২০
স্থানঃ শ্রীপুর,গাজীপুর।