ওগো প্রিয়
তুমি এমন করে ডেকো না আমায়
লাগে কলিজায়
তোমার মায়া মায়া ডাক
কি যে অনুরাগ!
মন ছুঁয়ে যায়
লাগে কলিজায়
তুমি এমন করে ডেকো না আমায়।

তোমার দু’টি চোখ
চুপি চুপি ইশারায়
কি যেন বলে যায়
ব্যাকুল হয়ে হারিয়ে যাই
কোন অজানায়
লাগে কলিজায়
ওগো প্রিয়
তুমি এমন করে ডেকো না আমায়।

তোমার ঐ চাঁদ মাখা হাসি
কি যে ভালোবাসি!
বারবার হৃদয়ে ঢেউ খেলে যায়
এসো বন্দী করে রাখি
মন মোহনায়
লাগে কলিজায়
ওগো প্রিয়
তুমি এমন করে ডেকো না আমায়।

রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০