মানুষ সৃষ্টিকর্তার গর্বিত একটি জাতি
মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচনা করা হয়
মানুষকে আল্লাহ খুব ভালবাসেন
আঠারো হাজার মাখলুকাত তিনি মানুষের কল্যানে সৃষ্টি করেছেন
খাদ্য হিসেবে তৈরি করেছেন অসংখ্য খাদ্য-ভাত মাছ ফলমূল
রোগ বালাইয়ের জন্য সৃষ্টি করেছেন নানাবিদ ঔষদি গাছ
চন্র-সূর্য দিবা-রাত্রি সব কিছু মানুষের সেবা করে যাচ্ছে
আল্লাহ মানুষকে গঠণ করেছেন নিজ কুদরতে
মানুষকে দান করলেন নাক মুখ চোখ ত্বক জিহ্বা কান
সবশেষে তিনি মানুষের মধ্যে আয়ু দান করলেন
মাটির মূর্তিটি প্রাণ ফিরে পেল, পরিনত হল পূর্ণাঙ্গ মানুষে
আল্লাহ মানুষকে উপহার দিলেন সবুজ একটি পৃথিবী
যেখানে বিদ্যমান আলো বাতাস মাটি পানি এবং সাগর-মহাসাগর
কোন কিছুর কমতি নেই এই সবুজ পৃথিবীতে
চাইলে তিনি বিনা নোটিশে মুহূর্ত্যের মধ্যে সব কিছু কেড়ে নিতে পারেন
তিনি তা করেননা বরং মানুষের হিদায়াতের জন্য যুগেযুগে
তিনি নবী-রাসুল প্রেরণ করেছেন
নবী রাসুলকে গাইড লাইন স্বরুপ দিয়েছেন ঐশীবাণী (আসমানী কিতাব)
এরপরও মানুষ সীমা লংঘন করে, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে।
এতে তিনি ভীষণ অসন্তষ্ঠ হন, ক্ষুদ্র হন মানুষের উপর
আজাব গজব নাজিল করেন মানুষের উপর
এই আজাব গজব বাড়তে বাড়তে মহামারি রুপ ধারণ করে
এটা আল্লাহর নির্দশনমাত্র।
অল্প কিছু সংখ্যক ছাড়া অধিকাংশ মানুষ তা বুঝেনা
কারন, মানুষের পাপের ষোলকলা পূর্ণ হয়েছে।
রচনাকালঃ ১৭/০৪/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা-1219