আমার বুকের ভিতর একটি ঝড় বইছে
ঝড়ো হাওয়ায় ধুমরে মুছড়ে গেছে
আমার বুকের সবকটি পাজর
ঝাপসা চোখে দু’হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি
একজন এসে এক হাতে একটি পৃথিবী দিল
আরেক হাতে অন্যজন দিল একটি পূর্ণিমার চাঁদ
এতে আমার পোড়া মন সন্তষ্ঠ হতে পারেনি
যে পৃথিবীতে আমার মনের মানুষ নেই
যে চাঁদ আমার মনে আলো জ্বালাতে পারেনা
সে পৃথিবী আমার কাছে বড় শূন্য
সে চাঁদ আমার কাছে অমাবস্যার অন্ধকার রাত
মনের মানুষটিবিহীন আমার বুকটি খাঁ খাঁ করছে।

২১ সেপ্টেম্বর-২০২০
রামপুরা,ঢাকা।