এখন আর মিছিলে কাঁপেনা রাজপথ
হাতে ফেষ্টুন ঝুলছে ব্যানার জ্বলছে মোমবাতি
মিছিলে শুধুই দখল ফুটপাত
মিছিলে কেবল পথচারীদের ভোগান্তী

মিছেলে নেই বজ্র কন্ঠের হুঙ্কার
মৌন কন্ঠে জানান দেয় ধিক্কার
কন্ঠে আগের মত ধ্বনিত হয়না চিৎকার

মিছিলে চাই মুজিবের বজ্র কন্ঠের ধ্বনি
জয় বাংলা! জয় বাংলা!
আওয়াজে কেঁপে ওঠুক রাজপথ
শোষকের গদি করুক টালমাটাল
অপরাধীরা ইঁদুরের গর্তে লুকাক

৫২ ‘র ভাষা আন্দোলন
৬৬’র ছয়দফা
৬৯ এর গণঅভ্যুন্থান
সবশেষে ৭১ এর স্বাধীনতা
এ সব কিছু রাজপথের মিছিলের ফল

মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপন
ক্যামেরায় ক’টি ছবি পোজ
ফেসবুকে ফলাও করে পোষ্ট
এই তো এখন দাবী আদায়ের নমুনা


রচনাকালঃ ২৫/১০/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।