একদিন যাবে মাটির ঘরে
ফেলে দালান কোঠা
খতম হবে সকল বাহাদুরী
পড়ে থাকবে দুনিয়াটা
সাড়ে তিন হাত মাটির ঘরে
কেমন হবে বিছানাটা?
সাথে তোমার কেউ রবে না
জীবন বড়ই সাদামাটা
মুনকার নাকীর বিশাল দেহে
যখন দিবে হাজিরাটা
ভয়ংকর রুপ দেখিয়া তাহার
কলিজায় লাগিবে ভাটা
ভাই বেঁচে থাকতে দেখে নিও
নিজের আমলনামাটা
সেথায় একবার গেলে যাবে না
আর ফায়দা লোটা।
৪ এপ্রিল -২০২৪
রামপুরা,ঢাকা।