মানুষ মানুষের জন্য
আসলে তা কিন্তু নয়
সকল সৃষ্টি মানুষের জন্য
সৃষ্টির সেবার মধ্যেই মানুষের পরিচয়।
সকল সৃষ্টি নিজেকে বিলিয়ে দিয়ে
করছে মানুষের জয়োধ্বনি
সৃষ্টির সেরা হয়েও মানুষ
সৃষ্টিকূলের কাছে ঋণী
সৃষ্টির সেবা মানেই মানুষের জয়।
রচনাকালঃ ১০/০১/২০২১
রামপুরা,ঢাকা।