নিজের বেলায় ষোলআনা অন্যের বেলায়
নেই সিকি আনা পাঁই
সব কিছুতো তোমার ঠিক ঠাকই আছে
বিবেকটা ভোঁতা কেন ভাই?
নিজের থালায় কোরমা পোলাও
অন্যের থালা খালি
তুমি নিজেকে ভাবো সাহেববাবু
অন্যরা বনমালী
নিজের বেলায় নামী দামী গাড়ী বাড়ী
বাকিরা থাকুক যাযাবর
মোমার মত রক্তে মাংসে মানুষ সবাই
তুমি কেন স্বার্থপর?
মানুষ হইয়া তুমি মানুষকে নিয়ে
করছো চরম উপহাস
তুমি মানব সমাজ ছেড়ে পশুর সাথে
জঙ্গলায় কর বসবাস।
রচনাকালঃ ২০/০২/২০২১
রামপুরা,ঢাকা।