মানুষ-
স্রষ্টার সেরা সৃষ্টি স্বয়ং স্রষ্টার স্বীকৃত বাণী
জ্ঞাণ গরিমায় তার উপরে বিশ্ব জগতে নেই কোন প্রাণী
প্রযুক্তির ব্যবহারে বাড়ছে তাদের রাজত্বের পরিধি
মানুষের জয় জয় ধ্বণি আকাশ থেকে পাতাল অবধি
মানুষ-
একদিন হয়ত উন্মোচন করবে স্বর্গ নরকের দ্বার
নিজেদের আবাসন করে নিবে আরশের উপর
নিজ নিজ গুণে তারা আজ মহাজ্ঞাণী মহাবিজ্ঞানী
স্বার্থের টানে তারাই দিচ্ছে বিবেকের কোরবানী
মানুষ-
স্বার্থের টানে একজন আরেকজনকে করছে খুন
নিজেরা নিজেদের গায়ে মাখছে কলঙ্কের চুন
ক্ষমতার লোভে পশু বৃত্তি করাই এখন পেশা
জোড় জুলুমের রাজ্য গড়াই এখন তাদের নেশা
মানুষ-
কথায় কথায় করছে যুদ্ধ করছে অস্ত্রের ব্যাবহার
তবুও একমাত্র তারাই নাকি শ্রেষ্ঠত্বের দাবীদার।
সবই পারে; পারে না শুধু করতে নিজের বিচার
শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে চালাচ্ছে মানুষের প্রচার।
রচনাকালঃ ২৮/৭/২০১৮
স্থানঃ রামপুরা,ঢাকা।