পৃথিবীর যেখানেই থাকি যেখানেই
আমার বসত ঘর
বিশ্বজুড়ে যেখানেই রয়েছে মানুষ
নয়তো কেউ পর
হয়তো হাজার দেশের লক্ষ মানুষ
নয়তো আমার চেনা
হয়তো নানান দেশের নানান মানুষ
হয় না লেনাদেনা
জাতি ধর্ম বর্ণভেদে আছে যত মানুষ
দূরে কিংবা কাছে
বাঁচতে চাই সবার জন্য; সবাই যেন
সবার জন্য বাঁচে!
২১ এপ্রিল-২০২৪
রামপুরা,ঢাকা।
01689143270