মানুষ মানুষের রক্ত খাচ্ছে
মানুষ মানুষকে হত্যা করছে
মানুষ মানুষের বসত বাড়ি পোড়ে ভষ্ম করছে
মানুষ মানুষকে বাধ্য করছে বাস্তুহারা করতে
পৃথিবী জুড়ে ধ্বনিত হচ্ছে কান্নার রোল!
সভ্যতার আড়ালে অসভ্যতার নগ্ন মুখোশ
বহিঃপ্রকাশ হল প্রতিটি জনপদে
কন্ঠ উচিয়ে গণতন্ত্রের শ্লোগান
অসাম্প্রদায়িকতার লম্বা লম্বা বুলি
ঐসব ধাপ্পাবাজি শ্লোগান আজ নর্দমায় নিমজ্জিত
যারা উস্কে দিচ্ছে উগ্রবাদ জঙ্গীবাদ
ঐসব মুখোশদারী উদার গণতন্ত্রপ্রেমী রাষ্ঠ্রের
খল নায়কদের গালে চড়, মুখে থু-থু
আজ অশান্ত পৃথিবী
কাদছে গণতন্ত্র ,কাদছে মানবতা
নারী শিশুর কান্নায় ভারী আকাশ পাতাল
মানবেতর জীবন যাপন করছে সংখ্যালঘু মুসলিম জনগণ
নিপাত যাক ঐসব উগ্রবাদী মানুষ খেকো
মুখোশদারী খল নায়ক
ধ্বংশ হোক ওদের সকল চেলাপেলা
জয় হোক গণতন্ত্রের!
জয় হোক মানবতার!
রচনাকালঃ ০১/০৩/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।