(এই প্রথম আমার লিমেরিক লেখার হাতে-খড়ি। তাই আসরের সকল কবি বন্ধুদের পরামর্শ চাচ্ছি লেখার গুণ মান এবং অন্যান্য বিষয় নিয়ে।)
রহমাত
রোমজানের প্রথম দশটি দিন
রহমাতে পূর্ন আসমান-জমিন
মোমিন-মুসলমান!
কেন-রে পেরেশান!
রহমাতের দরিয়ায় হও বিলীন!
মাগফেরাত
রোজার দ্বিতীয় দশ দিনে
বান্দাকে আল্লাহ নিবে কিনে
দিবে মাগফেরাত
করিলে ইবাদত
বান্দা কে আছে আল্লাহ বিনে!
নাজাত
আসিলে শেষ দশক রোমজান
বন্দেগী করিও দিয়ে মনোপ্রাণ!
দিবে নাজাত!
পাবে জান্নাত!
স্বয়ং আল্লাহ নবীর আহবান!
ঈদ
সবার ঘরে এলো খুশির দিন
সবে মিলে বাজাই সুখের বীন
আমরা পাপী তাপী
আল্লাহ করো মাপী
আজ মোরা তোমার রঙ্গে রঙীন!
২৯ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা