জগৎ স্বামী ডাকি আমি
চেয়ে দেখো মানবতার হাল
দুনিয়া জুড়ে লাশের মিছিল
মানুষ খুঁজে পাবেনাতো
অবশিষ্ঠ সবাই জিন্দা লাশ
জগৎ স্বামী ডাকি আমি
বল তোমার আর কত লাশের দরকার
তুমি কি শোননা মানুষের আহাজারী
কান খুলে শোন তুমি
কিভাবে মানুষ ফেলছে নিঃশ্বাস
জগৎ স্বামী ডাকি আমি
তুমি একটু ফিরে চাও
ময়লা কয়লা যাইহোক এরা
এরাতো তোমারই সৃষ্টি তোমারই গোলাম
একটু না হয় রাখো এদের বাঁচার আশ
জগৎ স্বামী ডাকি আমি
শেষ মিনতি সবার পাপের শাস্তি তুমি
না হয় দিও আমার ঘারে
তবুও মুক্ত কর মানবতার ঘারে বাঁধা
মরণ নামক ঐ ফাঁস
রচনাকালঃ ০৮/০৬/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।